মাথার উপর মায়াবী চাঁদ
সোনালী উজ্জ্বল হাসিতে
বিকশিত সারা আকাশ
জানায় আজ দোল পূর্ণিমার রাত,
অবলোকন করতে করতে
পৌঁছে যায় মনের অনেক কাছাকাছি  
দূরে সরে যায় যন্ত্রণাগুলো
উপহারে ভাসায় রঙিন খুশির ঝলক,
ভেঙ্গে যাওয়া দুটি হৃদয়
একাত্ম হয় ঝলমলে রাতে  
কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছের ডালে
দোল খায় মুগ্ধ হাসিতে,
সারাদিন রঙের বাহারে ক্লান্ত
কৃষ্ণচূড়া-রাধাচূড়া আবেগে জড়িয়ে
আবিরের খেলায় মাতে
উজ্জ্বল দোল পূর্ণিমার রাতে ।