ফাগুনের বেলায়
আকাশ জুড়ে মেতেছে কথাকলি
রঙিন বসন্তের ছোয়ায়
ভেদাভেদ ভুলে একসাথে করে সবে কোলাকুলি,
পলাশ শিমুলের দোদুল দোলায়
ঘর ছাড়া হয় মন ভালোবাসার বোলে
হোলির আনন্দে নাচের খেলায়
লাল নীল হলুদ সবুজ কমলা আকাশী দোলে,
মনবিতানে বেজে ওঠে সপ্ত সুর মায়ায়
পিউ কাহা কথা বলে কুহু কুহু তানে
বসন্তের মায়াবী ছোয়ায়
কৃষ্ণচূড়া রাধাচূড়া রাতভোর বলে চলে কানে কানে ।
পূর্ণিমার জোৎস্না গায়ে মেখে ছন্দে ছন্দে
কৃষ্ণ বাজায় বেণু নৃত্যে সানন্দে
ঝুমঝুম পায়ে আসে শোনাতে প্রেমান্ধে
আবিরে রাঙ্গানো রাধারাণী বকুলতলায় আনন্দে ।।