রথ চলেছে গড়গড়িয়ে ....
মাঠ পেরিয়ে ঠাকুরবাড়ির অঙ্গনে,
আসছে খোকা আসছে খুকু বহু দূর থেকে
মাসির বাড়ির প্রাঙ্গণে ।


ফুলে ফুলে সেজেছে
জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবী সিংহাসনে,
পুরোহিত মশাই পূজায় রত......
ভক্তরা সব দিচ্ছে প্রসাদ তাদের মহা বরাসনে।


বসেছে মেলা হরেক রকম
মন্ডা মিঠাই জিলিপি খাজা গজা,
নানান রকম খাবারের মাঝে
পাপড় ভাজা খেতে বড় মজা।


বাজে বাঁশি ভেঁপু ভেঁপু-----
থাকবে তারা মাসির বাড়ি,
ফিরবে তাঁরা সাত দিন পর
এখন এসো টানি রথের রশি দিয়ে সারি ।