রথের ভিড়ে-  
জয় জগন্নাথের জয়ধ্বনির মাঝে
আজও আসে রাধারানী
কোলাহল আর আলোর সাথে,
পথ-স্রোতে ভাসে অসংখ্য মনোহারী
তারপাশে দাঁড়িয়ে থাকে
হাতে কটি সাদা ফুলের মালা নিয়ে  
বাকি ছেঁড়া কাপড়ের অন্তরালে,
চোখে-মুখে দারিদ্র্যতার স্পষ্ট আভাস
তবু উজ্জ্বল মুখে ফোটে দুটি কথা
“মা, একটা মালা নাওনা গো
বাবু, একটা মালা নাও”,
কেউ শোনে কেউবা নয়  
কেউবা দেয় দুটি টাকা মালার বিনিময়
চারিদিকে তখন পাঁপড় ভাজার মচমচানি  
জিলিপির প্যাঁচের কড়কড়ানি,
অসংখ্য ভক্তের রশির টানে  
চলেন এগিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রা
জয়ধ্বনি আর কোলাহলের মাঝে ক্ষীণ কণ্ঠে  
শোনা যায় “মা,বাবু,একটা মালা নাওনা গো” ।।