রুটি – যার জন্য বাঁচা
অহরহ চলছে সংগ্রাম
পেটের তাগিদে দিন-রাত
পরিশ্রম, নেই কোন বিরাম ।


রুটি – রোজগারে কেউ থাকে
আকাশচুম্বী অট্টালিকা প্রাসাদের বাহারে  
কেউ থাকে কুঁড়ে ঘরে কেউ ফুটপাতে
সবাই চায় বাঁচতে নিজ নিজ অধিকারে ।


রুটি – র আহরণে কারো পাতে পড়ে
মাটন-কষা, চিকেন-কারি মণ্ডা মিঠাই
কারো জোটে পান্তা আর শাক-চচ্চরি
ফুটের ছোট্ট শিশু কল্পনায় রকমারি স্বাদে স্বল্প চিবায় ।  


রুটি – চাঁদের জ্যোৎস্না মেখে আসে
পরমান্ন হয়ে কারো জীবনে
পরমেশ্বর দু’মুঠো অন্ন জোটায় সবার তরে
বাঁচাক রুটি সর্বজন সাধারণে মানবতার প্লাবনে ।।