আকাশ জুড়ে মোহময়ী রূপোলী চাঁদ
শ্রাবণের কালো মেঘের ছেঁড়া পর্দা  
অপরূপতায় উঁকি দেয় রূপোলী আলো  
ঈদের আনন্দে ভরে ওঠে নীড়, সরিয়ে কালো ।  


হাসির জোয়ারে মেলে ধরে সর্ব-সৌহার্দ
এক সাথে মিলে করে সর্ব-কোলাকুলি  
কলুষতা কাটিয়ে হাতে হাত ধরে সবাই সানন্দে  
ভালোবাসার নতুন রঙে রাঙায় অপার আনন্দে ।
  
‘একই বৃন্তে দুটি কুসুম’ সূত্রই মহান ধর্ম
একই প্রাণে মানবতাই যুগান্তরের সেবা-কর্ম
সাক্ষী থাকুক রূপোলী চাঁদ এই দিনে, দিগ থেকে দিগন্তে
উড়ন্ত শ্রাবণী মেঘের মাঝে হাজারো নক্ষত্র খুশি সীমন্তে ।।