শিশির সিক্ত ধানের শীষে
লাগিয়ে দোলা
মন ছুঁয়ে যায় বার বার
সাঁঝ সকাল বেলা ।


আমলকির পাতায় তুলে
নতুন গানের সুর
রাখাল বালক বাজিয়ে বাঁশি
যাবে অনেক দূর ।


মেঘের লাল ছাদনা তলায়
রঙ-বেরঙের পাখির মেলায়
মান-অভিমান স্ফুরণের স্বপন
মিলে মিশে যায় আনন্দ খেলায় ।


রক্ত গাঁদার সুখের চাদরে
লাল গোলাপের মিষ্টি সৌরভ
প্রজাপতির রঙিন পাখার দোলায়
গুনগুণ ভ্রমরের আশার গৌরব ।


এক ঝলক রোদের হাসির ছোঁয়ায়
ভেসে যাই আমরা দু’জন নতুন ভালবাসায়
উড়িয়ে রঙিন খুশির আঁচলে
হারিয়ে যাই দু’জনে ধানের শীষে নতুন আশায় ।।