শীত মানেই এক ঝলক সোনা-রোদ্দুর
কমলালেবুর খোসা ছাড়ানোর আবেগী গন্ধ,
শীত মানেই অনেক উৎসবের সমাবেশ
যার সাথে বাহারি কেকের মন মাতানো সম্বন্ধ।

শীত মানেই চালের গুঁড়ো, নারিকেল কুঁড়া
পড়ন্ত বিকেলে রোদের সাথে ঠান্ডা হাওয়ার খেলা,
শীত মানেই খেজুরের গুড় আর মোয়া
যা ভরিয়ে তোলে শীতের উৎসবের খাদ্য-মেলা।


বাড়ির উনানে উতলায় দুধ
শীতের আমেজে পিঠেপুলির আয়োজন,
ছেলে বুড়ো সবাই এসে হয় হাজির
শীতের আমেজে মেতে ওঠে আত্মীয়-স্বজন।

দুধপুলি, চন্দ্রপুলি, চেতল পিঠে
শীতের আমেজে কিছু থাকেনা বাকি,  
পাটিসাপটা শোভা পায় থালায়-থালায়
শীতের আমেজে মনের ছন্দে শীতের ছবি আঁকি।।
           *****