শীতের এক শান্ত সকালে
কেন এত ভালবাসালে
সোনালী রোদ্দুরে গা ভাসালে ?  
নীল-মেঘের আড়ালে ভাসতে ভাসতে
মাছরাঙারা রঙিন চোখে হাসতে হাসতে
নেমে পড়ে নদীর পাড়ে দৃষ্টি রাখতে রাখতে,  
নদীর ছলাৎ ছলাৎ কল্লোলে
ঠোঁট খোঁজে বেঁচে থাকার ছলে  
গোপন হৃদয়ের হিন্দোলে,
নদীর কলধ্বনি রোদের ঝলমলানি
মাছরাঙার বাঁকা হাসির বানী  
এঁকেছিল ছবি বাতাসের ফিসফিসানি ।


শীতের এক শান্ত সকালে
ধানের শীষে লাগা দোদুল্য দোলে
দু’জনে মিলেছিলাম গোলাপের লালে,
পাখির কলকাকলিতে
আমলকী পাতার দুরদুরানিতে
প্রেমের আসমানি নেচেছিল দুরন্ত যৌবনেতে,
উড়ন্ত বাতাসে বেজেছিল মর্মর ধ্বনি
শিরীষ বনের উচ্ছ্বাসে নিরাভরনি
শুষ্ক হাসির রিনিঝিনি,
তবুও মাছরাঙারা নীল-মেঘের আড়ালে
প্রতীক্ষায় থাকবে নদীর ঢালে
শীতের সেই শান্ত সকালে !!