শীতের সকাল
ঘুম থেকে উঠে দেখি
কুয়াশার চাদরে মোড়া চারিধার  
রোদ আর মেঘের চাওয়া-চাওয়ি  
কনকনে ঠাণ্ডা হাওয়া থমকায় এধার ।


শীতের সকাল
ভারী হয়ে থাকা দু’চোখের পাতায় ভাঙ্গে চমক
ধীরে ধীরে সরে যায় ধূসর আঁধার
একঝলক সোনালী হাসি নিয়ে সূর্যি মামা হাসে
ওপার মুগ্ধতায় ভরে যায় মন, স্নিগ্ধ আমেজে আলোকাধার ।  


শীতের সকাল
খুশির স্রোতে গা ভাসাতে জাগে দেহে শিরশিরানি
চুপি চুপি ভালোবাসা আসে, নিয়ে উত্তাপের ক্ষুরধার
পদ্মকলির মত স্নিগ্ধতা ভরা মধুরতায়
পরিপূর্ণ শীত-রোদের তাপ আবেগে ভাসায় দেহের জলাধার ।।