পড়ার ফাঁকে ডান্ডাগুলির নেশায়, উচ্ছলতা কিশলয়ে
আনন্দে মেতে ওঠে তারা, মনের নতুন স্নিগ্ধতায়
বৈশাখী ঝড়ে আম কুড়ানোর ধুমে, ছোটে তারা বৃক্ষ-আলয়ে
মাঞ্জা দেওয়া ঘুড়ির সুতোর টানে, বাতাস-তরঙ্গ ভাসে অনাবিল মধুরতায় ।


নীল আকাশে সাদা মেঘের ভেলায়, শুভ্রতায় রোদের জড়িবুটি
ঝাঁপায় ছুটির দিনে কচি শরীরগুলো, পুকুরের জলের কলধ্বনি
সন্ধ্যার আলোছায়ায় ঠাকুমা দাদুর গল্পের ঝুড়িতে একসাথে গুটিসুটি
রাতের আঁধারে চন্দ্রিমার আলোয় আসে নিদ্রার স্বপন-ধ্বনি ।


বন্ধনে আবদ্ধ কোরো না শৈশব-প্রাণের উদ্বেলতা
প্রস্ফুটিত করো সবে, ফুলের সুরভিত হাসির পরশ
শৈশব শৈশবেই থাক, আসুক ফুলের বিহ্বলতা
মহামূল্য বোধের আবরণে উদ্ভাসিত হোক ভালোবাসার হরষ ।।