শয়নে স্বপনে দেখি
আমার রাতের আকাশ
ভেসে বেড়ানো মেঘের পাহাড়
ভ্রমণে নেই তাদের কোন অবকাশ ।

স্মৃতির সোপান বেয়ে চলি
কথামালা আর কাব্য-সুরের তানে
ফিরে চাওয়ায় ফিরে পাওয়ায়  
অপূর্ব মেলবন্ধনের গানে ।


সুখের নীড়ে হঠাৎ উড়ে আসে  
রোদ্দুর-পাখির তৃষ্ণার্ত কুঞ্জন  
ডানা মেলে মনে তোলে
রাত-পাখির এক নতুন গুঞ্জন ।


বেলাশেষে রেখে যায় নতুন গাঁথা
শয়নে স্বপনে দেখা রাতের আকাশ  
ঝিলমিল করা তারাদের মাঝে  
সার্থক হবে মেঘমালার উচ্ছ্বাস ।।