না-জানা অনেক কথা
ঝরে পড়ে বৃষ্টির দানা হয়ে
অজান্তে মনের ব্যাথা
মিশে চলে মেঘের স্রোত বয়ে,
অজানা অদ্ভুত জল-তরঙ্গে  
মেঘমল্লার কানে দেয় কান
বনরাজির অঙ্গে অঙ্গে
বাজে শ্রাবণ-সুরের গান,  
বাদল মেয়ের মন মাতানো
ভালোবাসার নতুন বোল
জল থই থই কূল ছাপানো
রিমঝিম ঝিম নাচের দোল ।