শ্রাবণ-খেলার দোলে
বর্ষা-মেঘের ধূসর বোলে
প্রাণ-ছন্দের উচ্ছলে  
ডমরু-বাদন বাজে হিন্দোলে ।


রূপসী চাঁদ ঝুঁকেছে কার মায়ায় ?
ঘন বর্ষণ, না কালো আস্তরণের কায়ায় ?
অপ্সরা হয়তঃ দোটানায় আজ
তাইতো দু’তরফেই তার পরকীয়া সাজ ।

নূপুরের রিনিঝিনি শব্দতরঙ্গ লয়ে  
নিকষ পর্দা ছিঁড়ে সে যায় বয়ে
ডুবিয়ে শরীর প্রাণের হরষে
অভিমানী ভাসে মনের ভরসে ।


আকাশের বুকে আলোর ঝলকে
জ্যোৎস্নার বান বইয়ে পলকে
শ্রাবণী মেতে ওঠে শ্রাবণ খেলায়
বর্ষা-মেঘের ধূসর বেলায় ।।