বিষ বৃক্ষের আড়াল হতে
দেখা দিল নতুন সূর্যের আলো
রক্তক্ষয়ী সংগ্রাম শেষে শহীদরা বলে গেল
‘তোমরা শ্রমঅধিকারের প্রদীপ জ্বালো’ ।


এসেছিল সে দিন, পয়লা মে
অমানবিক শ্রম-শিকারের প্রতিবাদে
বাঁচার অধিকার দিয়েছিল এ দিন
মনিবকুল যাতনার খাদে ।


ছোট ছোট ফুলের মত শিশু
এখনও করে চলে হাড়ভাঙা পরিশ্রম
সহানুভূতির প্রত্যাশায় অবিরত গালি  
বাঁচার অধিকারে, শুধু লঙ্ঘন ও ভ্রম ।  


বাঁচার অধিকার দাও তাদের
সোহাগে ভরাও মন-প্রাণ
গুমরানো ব্যাথার প্রাঙ্গণে বৃথা প্রলেপ  
বিশ্ব-শ্রমদিবস রক্ষা করবে মান ।।