ধরা বাঁধা গণ্ডির সীমানায়
থাকি কোনক্রমে বেঁচে
পরাধীনতার গ্লানি নিয়ে  
পায়ের বাঁধা শিকলে নেচে ।    

ওরে ও ছোট্ট পাখি
তুই কত স্বাধীন সুখী ঘুরিস দরপে
উড়িস আপন মনে দেশ দেশান্তরে  
কেউ বাঁধে না তোরে ছোট্ট ঘেরা টোপে ।  
  
বুঝিস কি তুই আমার ব্যথা
শিকল বাঁধার যন্ত্রণা
পরাধীনতার গ্লানি কাকে বলে
বেঁধে দেওয়া গণ্ডির সীমানা ?


ইচ্ছে করে বন্ধু হতে
ভেসে যাব দু’জনা
শিখব তোর কুহু কুহু বোল
সাজবো আসমানিতে নীল নয়না ।


খুলে দে আমার পায়ের বেড়ি
বাঁধবো বাসা সবুজ পাতার দেশে
দেখবো সেথায় কত স্বপন
ভাসবো সাথে যেথায় দিগন্ত মেশে ।।