সিন্ধু নদীর পাড়ে
তখনও দাঁড়িয়ে একা
ভাবনায় এক অতীতের ইতিহাস
ভাসিয়ে নিয়ে যায় দূর হতে বহু দূরে ।

বাতাসের মালায় উড়ে আসে
প্রথম সভ্যতা আর অস্তিত্বের ফিসফিসানি
পেরিয়ে আসা হাজার হাজার বছরের অনুভূতি ।
কঠিন বাস্তবের ধূপছায়া
রচনা করে চলে অপরিসীম অনাবিল মুগ্ধতা
এক সভ্যতাকে ধ্বংস করে
গড়ে ওঠে অন্য এক সভ্যতা ।

কানে কানে কে যেন বলে যায়
আমরা না থেকেও আছি ইতিহাসের পাতায়
মনের গভীর অতলে  
হরপ্পা মহেঞ্জোদড়োর প্রাচীরের প্রতিটি কোণে ।
লুপ্ত মহানগরী হাতছানি দিয়ে জানিয়ে দেয়
সে আছে তার নিজস্ব অস্তিত্বের গায়ে  
মহা সিন্ধু নদীর তীরে মহাসভ্যতার নীড়ে
ক্লান্তিহীন স্রোতের বায়ে ।

সিন্ধু নদীর পাড়ে
তখনও দাঁড়িয়ে একা
ভাবনায় এক অতীতের ইতিহাস
ভাসিয়ে নিয়ে যায় দূর হতে বহু দূরে ।।