আমার সবই মনে আছে
তোর হয়তঃ কিছুই মনে নেই,
বসন্ত বেলায় মিঠে-রোদে ভেজা দুপুরে
প্রেমের রঙে ভেসে
আসতাম বারে বারে,
নিবিড় আলিঙ্গনের ছোঁয়ায়
একরাশ রক্তিম ভালোবাসা ছড়ানো
কথাকলির মাঝে
তোর আমার চাওয়া পাওয়ার প্রত্যাশায়
পৌঁছানো শেষ বিকেল বেলা,  
অস্তরাগের ছটায় তখন তুই অপরূপা  
তোকে ছেড়ে ফিরে যেতাম ছোট্ট নীড়ে,  
এখন আমি অনেক দূরে
তবু মনে ভাসে বসন্ত বেলায়
তোর পলাশের রঙে কাকে ভাসাস
বাঁধিস প্রেমের ডোরে ?
আমার সবই মনে আছে
তোর হয়তঃ কিছুই মনে নেই ।।