সমাজের বন্ধু ওরা
ওরা কৃষক, করে চাষ
উষার আবির্ভাবের সাথে সাথে
ছুটে যায় ক্ষেতে, নিয়ে মনের আশ ।


লাঙ্গল চষে ঘাম ঝরিয়ে
দিনরাত করে ওরা শ্রম
যোগাবে অন্ন বাঁচবে জীবন
বেঁধনা ওদের অনুশাসনে ওগো মহাজন ।


পরিশ্রমের মূল্য পায় যেন কৃষক
বন্ধুত্বের সম্পর্কে বাঁধো তারে, করে আলিঙ্গন
ওদের ছড়ানো বীজে, কোদালের কোপে, লাঙ্গলের ফলায়
বপিত হয় যেন মুক্তমনের জীবন-বন্ধন ।