ওগো নারী
তুমি ধরিত্রী, তুমি জননী
তুমি জায়া, তুমি কন্যা
তুমি ভগিনী, তুমি সর্ব-স্বরূপিনী ।


ওগো নারী
তুমি দেখিয়েছ বিশ্বভুবন
মহাশক্তির বলে অস্তিত্ব দিয়ে
ঘটিয়েছে জীবনের প্রথম স্ফুরণ ।


ওগো নারী
বুদ্ধিদীপ্ত হয়ে তুমি ঘরে করো বিরাজ
পরিবারের কল্যাণ ছাড়াও
সমাজ সংস্কৃতি রাজনীতিতে করো স্বরাজ ।


ওগো নারী
তুমি গার্গী, মৈত্রেয়ী, খনা, লীলাবতী
তুমি লক্ষ্মীবাঈ, জাহানারা, নিবেদিতা
তুমি সতী সাবিত্রী, সীতা, অরুন্ধতী ।


ওগো নারী
তুমি পৃথিবীর বুকে সর্বসহা ছায়া
অতুলনীয় বৈচিত্র্যময় পটভূমিতে
তুমিই বিশ্বজয়া, শ্রেষ্ঠ বিশ্ব মায়া ।।