ঘৃণায় বিদ্ধ হয়ে চলে গেছে সে
মনের অলিন্দে জমেছে ব্যথা
ফিরায়ে বুঝায়ে তাকে বারবার
ক্ষমা হয় না তার প্রতিকার ?

দোষ-গুনে আমাদের মানব প্রাণ
ক্ষমাই মানব-ধর্ম আজীবন তা জানা
কিন্তু সেও তো করেছে চরম অপরাধ
কারণ মন ভাবে মানব প্রানে সেও মহৎ কাজ  ।


করে ধিক্কার দূরে ঠেলে দিয়ে
মনের অলিন্দে ব্যথা সদা বাজে
মানবতা, সহনশীলতা ফেরাও শুদ্ধ জীবনে
মানব তুমি, এই শুভ চেতনা তোমারি সাজে ।।