স্বপ্নের বিলাসিতায়
ঝরা পাতারা উড়িয়ে আনে  
আবিরের লাল আভা  
ঝরা পাতার খেলায়,


কোকিলদের কুহু কুহু রবে
প্রেমধ্বনিরা খেলে বেড়ায়
অপরূপ নৃত্য ভঙ্গিমায়
অজানা বাতাসের টানে,  


সোনালী রোদের জড়িবুটিরা  
ঝিকমিক করে মন-আকাশের তলে
ঘাটে বাঁধা ছোট্ট পানসিতে
মাঝি শোনে জলের কুলু-কুলু গান,


প্রেমের উচ্ছলতায়  
বুনো ফুলেরা মৌমাছিদের মৌতাতে মাতে
হঠাৎ উড়ে আসে বিধ্বস্ত খড়কুটোরা  
শুকনো পাতারা নেচে বেড়ায় বুনো ফুলের সাথে,          


সুপ্ত হিন্দোলে চরন-নূপুর
নীরবে বেজে যায় দাবদাহের প্রবাহে
চলে যায় বসন্তের কল্লোল
তবু থেমে থাকেনা অন্তঃপুরের চেনা অনুরাগ ।।