পূর্ণিমার এক ঢাল চাঁদ  
বাহারি জ্যোৎস্নার রূপমূর্ছনায়
ছলছল করে ওঠে স্নিগ্ধ হাওয়ায়
সুরেলা নদীর ক্যানভাসে,  
ফাগুনে বাতাসে বাসন্তী দোলায়
ছুঁয়ে যায় তৃষিত লজ্জারেখার খেলা
মেঘমালার বাঁশিতে বেজে চলে
মধুযামিনী আর বেহাগের সুর ।


নিভৃত বাসনার ইচ্ছে-নীড়ে  
বাসা বাঁধে সুগন্ধি ফুলের বাগান
মনের মণিকোঠায় রক্তমণির হারে
সাজিয়ে তোলে মন-ভুলানি রূপ,    
আঁকড়ে জলের রূপালি স্রোত  
স্বপ্নালু মন পাড়ি দেয় বহু দূর
ভাসিয়ে ময়ূরপঙ্খি ভেলা
বাহারির সাথে সুরেলা নদীর ক্যানভাসে ।।