হলুদ বসন্ত বেলায়
ফাগুনের অন্তহীন খেলায়,  
গোধূলির রক্তরাগের খুশির অঙ্গনে
রঙিন আবিরে মোড়া ভালোবাসার বসন্ত-প্রাঙ্গনে ।  


আসবে কি তুমি স্বপ্নের দোলায় ভাসাতে
প্রেমের অনুরাগে রঙিন সুখের আশাতে ?  
ডুববে মন শিমুল পলাশের উতল তানে তানে
কৃষ্ণচূড়া রাধাচূড়া মেলেছে ডানা নবদিগন্তে নতুন গানে গানে ।


মন্দ মধুর বাতাসে উড়ে আসা মাতাল ঝরা পাতার মেলা
মোহময়ী মধুমাসের উন্মাদনায় লাল পলাশের খেলা
আবিরে আবিরে রঙিন স্বপ্নালু আনন্দে
অফুরন্ত ভালোবাসায় ভরা বসন্ত-প্রাঙ্গনে সানন্দে ।।