আসুক সহস্র ধারায় প্লাবন
আবাহনের সুরে
ইচ্ছে তরণীতে পাল তুলে
খুশির আবহে তরঙ্গে ঘুরে ঘুরে,
আসুক সহস্র ধারায় প্লাবন  
গাঁথা সুরের শব্দ চয়নে
মায়াবি মোহজালে আচ্ছন্ন হয়ে
মেঘের কোলে চাঁদের স্নিগ্ধ নয়নে ।  


নীল পদ্ম খোঁজে
লাল পদ্মের সুরভিত উচ্ছ্বাস
কানায় কানায় ভরা
প্লাবনের ধারা ছাড়ে তৃপ্তির নিঃশ্বাস,
মনের টানে বন-হরিণী
চকিতে কোথা পথ হারায়
শুভ্র জ্যোতিতে উদ্ভাসিত নব তান
অবগাহন করে স্বপ্ন-মাধুরীর ভালবাসায় ।।