চলতে চলতে পথের বাঁকে
হঠাৎই দেখা মায়াবেশে  
মুচকি হেসে ভালোবেসে  
অচেনা স্বপ্ন সঞ্চারিণী
ঝুম ঝুম নূপুরে তুলে সুর
আঁকা বাঁকা আলপনার ফুলকি এঁকে
ছুটে চলে সুদূর অজানা পথে ।


ধূপছায়া ঘেরা সন্ধ্যা ছায়ে
অসংখ্য তারার মালা ঘেরা
আকাশের মায়াজালের তলে
নীল চুমকি ঘেরা আচ্ছাদনের দোলে
লজ্জারাঙা বাঁকা চাহনির ছটায়
চমকে পিছনে ফেলে
সঞ্চারিণী ছুটে চলে গহন স্বপ্নালু বনছায়ে ।।