তাঁরা কি আজো আছেন
প্রতিটি ভারতবাসীর মনে
প্রতিটি ঘরের অন্দরে
দেশের প্রতিটি কোণে কোণে ?  


তাঁদের কণ্ঠেই একদিন ধ্বনিত হয়েছিল
ভারত আমাদের জননী জন্মভূমি    
গর্জে উঠেছিল সমস্বরে
পরাধীনতা মুক্ত করবই মোদের মাতৃভূমি ।  
  
কেন তাঁর পায়ে শিকলের বেড়ি ?                      
কেন তাঁর মলিন মুখ ?
কেন তাঁর চোখে জলের ধারা ?
কেন তাঁর পরাধীনতার দুখ ?


পরাধীনতার গ্লানি মুক্ত করতে
রক্ত দিয়ে রক্ষা করেছিল বীর ভারত-সন্তান
শত শত বিপ্লবী শহিদ হয়েছিল
মায়ের সন্মানে নিজেদের আত্মবলিদান ।  


আত্মদানে বলি দিয়ে যারা
গড়েছিল স্বাধীনতার ইতিহাস
ক্ষুদিরাম, সূর্য, বিনয়, বাদল, দীনেশ
আরও কত বীর, যাদের অন্যতম সুভাষ ।


চোখের জলে স্মরণ করি তাঁদের
চরণে জানাই শত কোটি প্রণাম
অদৃশ্য হতে দেখে তাঁরা যেন তৃপ্তি পান
নতুন প্রজন্মের হাতে তাঁদের স্বাধীন মা কত মহান !!