পূব আকাশের কোল ঘেঁষে
সেদিন প্রলেপ এঁকেছিল
এক নতুন ঊষা
একঝাঁক অনাবিল আনন্দ
খুঁজেছিল নতুন এক ভাষা,
মুক্তাকাশে পাখিদের কলকাকলিতে
প্রানোছ্বাসের স্রোতস্বিনীতে
দুলেছিল নব কিশলয়
টলমলে পদ্মকলির সাথে
মগ্ন ছিল সম্পর্কের আলয় ।
ভ্রমরের আনাগোনায়
হঠাৎ গর্জে উঠেছিল
বারুদের তুবড়ি-মন  
হেলে ফেলে ভস্মীভূত হয়েছিল
একরাশ স্বপ্নের স্ফুরণ,  
কেড়ে নেওয়া একমুঠো
অন্নের এবড়ো খেবড়ো থালা
রক্তের ধারায় রাঙিয়েছিল লাল  
তবু থেমে থাকেনি আশার পৃথিবী
প্রতিবাদী মুষ্টিবদ্ধ হাত তোলে আবাল ।।