তখন আমি
সাগর পাড়ে দাঁড়িয়ে একা
তুমি ধীর পায়ে
পাশ ঘেঁষে চলে গেলে,

চমকে পিছন থেকে  
উৎসাহ নিয়ে কত ডাকলাম
নিরুত্তর তুমি ...
গন্তব্যের দিকে পা বাড়িয়ে চলে গেলে,

পশ্চিমাকাশে ছোট্ট আলোর বিন্দু হয়ে
সূর্য ঢলে পড়েছে
আলো আঁধারির খেলায়  
নেমে এল ঘন গোধূলি লগ্ন,


বিপরীত দিক থেকে আবারও এলে
এবারও সাড়া না দিয়ে
তুমি নিমেষে চলে গেলে
তখনও আমি সাগর পাড়ে দাঁড়িয়ে একা ।।