তোমার সাজানো বাগানে
তুমিই বসিয়া আছ একা
তোমার গলে পরায় সকলে
বকুল ফুলের মালিকা ।  


নীরব নীল আকাশ পানে
বাজাইলে আকুলতার গভীর বাণী
স্বপন জড়ায়ে অনুরাগ মিশাইলে  
তোমারি বেদনার প্রেমাস্পদ আসনখানি ।


হিয়ার মাঝে শত আঘাত সহিয়া
রচিলে কত সুখ-দুঃখের গান
প্রতীক্ষায় রাখিয়া প্রহর গুনিলে  
জ্বলিছে আজও সুপ্ত প্রদীপ রাখিয়া আপন প্রাণ ।


ভালোবাসায় ভুবন ভরিয়া  
সাজাইলে কানন একলা
হৃদয়ে জাগায়ে মনুষ্যত্ব, শুনাইলে দুটি বৃন্তের কথা
সাজানো বাগানে রবে তুমি সর্বদা সবলা ।।  
               ***
(বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে তাঁর ১২১তম জন্মদিনে লেখা শ্রদ্ধার্ঘ) ।