তুমি আসবে তাই...
কৃষ্ণচূড়া গাছের নীচে দাঁড়িয়ে
শুধু গোনা প্রহর বেলা
ঝলমলে সোনাজড়ি বোনা দুপুরে
চারিদিকে ভরা ধানের শীষের মেলা ।  


তুমি আসবে তাই...
পুরনো গাছগাছালির পথ ঘুরে
বৃষ্টি ভেজা দু’চোখে
ধরা দেয় অপূর্ব প্রেমের স্নিগ্ধতা  
সোঁদা মাটির গন্ধ মেখে ।


তুমি আসবে তাই...
ফিরে পাওয়া ঘুড়ি কাটার তপ্ত দুপুরে  
হারানো স্মৃতির সুরে ভাসিয়ে
কৈশোর-ভেজা মন-প্রাণ দ্বন্দে দোলে
আগমনী ছন্দের রাগে হাসিয়ে ।।