তুমি এলে ...
আবার চলেও গেলে,


কিন্তু কেন এলে তা কেউ জানে না
আর কেনই বা চলে গেলে
তাও কেউ জানে না,


অথচ তুমি এলে
স্মৃতি সুধা মেখে মন জয় করলে
আক্ষেপকে দূরে রেখে
পবিত্র পরশ দিয়ে গেলে,


তুমি চলে গেলে ...
আবির ঝরা বরষায় মাখা
ভালোবাসার রঙে রঙিন মহিমা ছড়িয়ে
রোমান্টিক মনের মাধুরিতে একাকার করে
আশা নদীর কূল ছাপিয়ে গেলে,


যেতে যেতে ...
অদ্ভুত স্বপ্নকে বুকে বেঁধে
অনাবিল আনন্দাশ্রুধারায়
বিস্ফারিত দু’চোখ
উজাড় করে জানিয়ে দেয়
তুমি আসবে, আবার চলেও যাবে ।।