খুশির বন্যায় বাঁধ ভাঙ্গে
অন্তর্ভেদী সুবর্ণা-বসন্তের স্ফুরণ
আবেগভরা জলপ্রপাতের ধারায়
উচ্ছলিত যৌবনের ঝংকার নিক্কন,
দখিণা বাতাসে মুঠো মুঠো সুরে  
বর্ণচ্ছটায় আকাশে ভাসে প্রেমের হোলির গান
বর্ণচ্ছটায় ভাসে নবকিরণ দূর হতে দূরে  
রক্তিম শিমূল পলাশের নৃত্যের তান,  
সবুজ শাড়ির জড়ি বোনা আঁচলে  
আচ্ছন্নতায় ডুবে যায় মন  
দুটি হৃদয়ের আত্মবিনিময়ে
আবেশে ধরা দেয় উচ্ছলিত যৌবন ।।