উদাসী হাওয়া
বড়ই চঞ্চলা
মনের অতল গহনে
কখন ছুঁয়ে গেলো
গুনগুনিয়ে অজানা গান গাওয়া ।


উদাসী মেঘের খেলা  
মনের অন্দর মহলে
কোথায় লুকিয়ে চাপা ব্যাথা
সুপ্ত ভালবাসার স্ফুরণে
সব কিছু আজ বাঁধন হারার বেলা ।


উদাসী বরষায়
এলোমেলো বৃষ্টির খেলায়
কলুষতা কোথা হল দূর
সারা শরীর সিক্ত সে ধারায়
বাঁধে আশা নতুন ভরসায় ।।