সূর্যডোবার বেলায় -
উড়ে আসে সেই ডুবন্ত কবিতার পাতা,
এক একটি অক্ষর ...
জোড়ে কয়েকটা ছায়ামুখ
সর্বাঙ্গে গোধূলি রঙের লালাভ আস্তরণ,  
একটু একটু করে এগিয়ে আসে
বড় কাছাকাছি বড় পাশাপাশি,
এসরাজের মৃদু আওয়াজে ...
অসংখ্য রাগ-রাগিণীর মিশ্রণ
কখনও বিমুগ্ধ-ধ্যানস্থ,  
সম্বিৎ ফিরে পেতেই -  
কোথায় যে হারিয়ে যায়
তারা, কে জানে ... ?  
হয়তঃ মেঘের কালো আঁচলে
ঘন অন্ধকারের বুক চিরে
একফালি মিষ্টি আলোর রেখায় ।।