সপ্তসুরের আঙিনায় বাঁধা রাগ-অনুরাগ
ভাসে বাতাসে ইমন, বেহাগ, আশাবরীর সুর
মিশ্র রাগিণীর টানে কে যেন চুপি চুপি বলে
হাতটা বাড়াও – আমি আছি একটু দূর ।


কিশলয়ের আন্দোলনে লাগা নৃত্য-তালের নতুন দোল
ভালোবাসা জাগায় ধাধিনা নাতিনা বোলের বিমুগ্ধতা
বাসন্তিকার সাতরঙা আবিরের মিষ্টি পরশ
অচেনা – তবুও তারে চিনি আবেশে, এক অপরূপ স্নিগ্ধতা ।।