পদ্মপাতার বুকে এক বিন্দু মুক্তো দানা
স্বপ্নলেখায় লিখে রেখে যায়
ভাসমান স্মৃতির পত্রলেখা,
আঁকা-বাঁকা নদীর কথাকলির ছন্দে
ভেসে যায় এক একটি মধুপের অঙ্গরেখা
ভাসমান মনের চিত্রলেখা,
ক্লান্ত শ্রান্ত মধু মাসের উষ্ণতা
শুধু ছবি এঁকে যায় আঁকা-পটে  
ভাসমান অতীত ঢেউয়ের তালে নৃত্যরতা ।