ইচ্ছে করে
হাতে হাত রেখে ভেদাভেদ ভুলে  
ভেসে যাই আনন্দ ভেলায়
যেথায় মিলি সবে
স্বপ্নিল সানন্দ খেলায় ।


ইচ্ছে করে
কচি ঢেউয়ের তরঙ্গের দোলায়
একটু একটু করে বুঝি বাতাসের সব কথাকলি
ফুলের হাসির সৌরভে মাতাই সবার মন
মাটির সোঁদা গন্ধ গায়ে মেখে তাকে ‘ভালবাসি’ বলি ।


ইচ্ছে করে
রোদের জড়িবুটি-চাদরে মুড়ে সারা শরীর
দুপুর কাটিয়ে পৌঁছাই রোমান্টিক বিকালবেলা
ঝিলের জলে প্রতিচ্ছবি দেখতে দেখতে
ফিরে দেখি গোধূলির রঙ মাখা পড়ন্ত বেলা ।  


ইচ্ছে করে
তারার মালা গুনে গুনে একঢাল চাঁদের প্লাবনে
গাঁথি গানের মালা
রাতের আঁধারে স্বপ্নজাল বুনে বুনে
প্রত্যাশায় থাকি নতুন সকালের আলোয় ভরা উচ্ছ্বাসের ডালা ।