ভিজে সময় মনের চোখে
বর্ষা-স্নাত দিন
বর্তমানের আড়ালে দৃষ্টি রোখে  
অতীত কমে হয় ক্ষীণ,  
বনের ঝাপসা গাছপালার রাশি
মেঘেরা মেলেছে ধূসর ডানা
মনের অন্তঃপুরে ভালোবাসার হাসি
বাতাসে বাতাসে করে আনাগোনা,  
সবুজ ঘাসে খুশির চাওয়া
কচু পাতায় চিকচিক জল টলটল
শাপলা দলের অনেক পাওয়া
নদীর স্রোতে ভাসা ধ্বনি কলকল,
আঁধার কাটে রোদের পরশে
রামধনু রঙ ছড়ায় আকাশ জুড়ে
কপোত কপোতী হাসে মধুর হরষে
ভবিষ্যতের শুভকামনায় মাধুরির সুরে ।।