চারিদিকে চাপা অন্ধকার
আকাশে বজ্র-গর্ভ সঞ্চারে
মুহুর্মুহু বিদ্যুৎ চমক
ঝড়ো হাওয়ার সাথে ঝরছে অঝোর বৃষ্টি ।


জঠরে ক্রমশঃ বেড়ে ওঠা ভ্রূণ
আলুথালু বেশে অচেনা পথে
সঙ্গ দেয় পৃথিবীর প্রথম আলো দেখাবার তাগিদ
মাতৃত্বের স্বাদে নয়, কলঙ্কিনীর সুবাদে ।


সপসপে ভেজা শরীর চলছিল
শিরা-উপশিরার অব্যক্ত আচ্ছন্নতায়
প্রতিটি বেড়াজাল ভেদ করে
পিচ্ছিল পথে, কণ্টকে পা রক্তাক্ত করে ।


নিস্পাপ ভ্রূণ জীবন পেল জীর্ণ আস্তাকুঁড়ে
কলঙ্কিত মাতৃত্বের আশীর্বাদে বেঁচে থাকুক
বৃষ্টি-স্নাত ভোরের শুকতারা হয়ে
এক অনিশ্চিত ভবিষ্যতের প্রত্যাশায় ।