একলা আসা একলা যাওয়া এ ভবে
তবে কেন হিংসা-দ্বেষ, কেন এ ভেদাভেদ
একই আকাশ একই চন্দ্র সূর্য গ্রহ তারা
মনের অলিন্দ ভরায় ভুলে সব খেদ ।


ফুলের সৌরভে সুরভিত হোক এ প্রাণ
মুক্ত করো দূষণ প্রকৃতি, মনুষ্য পশুপক্ষী কূলে
সবুজের সজীবতায় নদীর মধুর কলতান
ভাটিয়ালির সুরে উঠুক মাটির সোঁদা গন্ধ দুলে দুলে ।


গভীর আত্মপ্রত্যয়ে উদারতার মায়াজালে
এসো না হাতে হাত রাখি, আবালবৃদ্ধবনিতা
জাতি ধর্ম কালো সাদা ভেসে যাক অন্তরালে
একটিই যেন ভরসার হাত হয়, মানবতা ।।


***