পৃথিবীতে এসেছিলে যাদের ভরসায়
তাদের চিত্তে ভরিয়ে দাও ভরসার ভালোবাসা
প্রকৃতি পশু-পক্ষীকূল সকলেই আপন ছন্দে গাঁথা
একে অপরের পরিপূরক মোরা, জাগুক উদারতার অভিলাসা ।


ভেদাভেদ ভুলে ঐক্যে বাঁধো সমাজের বাঁধন
হিংসা দ্বেষ বিনাশ করে সবে হোক মানবতার জয়
মাটির গন্ধে নদীর উচ্ছলতায় মেঘ মালার তানে জরাও প্রাণ
রোদের ছোঁয়ায় ভাল লাগার আবেশে দূর হোক সব ভয় ।


আত্মত্যাগ অহংকার বিনয়ে রাখো হাত পরস্পরের কাঁধে
ফুলের শোভায় সুরভিত মধুরতম পবিত্রতায় হও সহনশীল
জাগ্রত হোক ভাতৃপ্রেম সবার তরে
বিপদে ভরসা, সুখে ভরসা, দুঃখে ভরসা সর্বত্র ধৈর্যশীল ।