কিছুই নেই আর আগের মত
সব কেমন বদলে গেছে।
সেই চেনা ঘাট, সেই চেনা বাঁক
কেমন যেন সব বদলে গেছে।
রাস্তার ধারের সেই গাছ গুলি আর নেই
হয়েছে নতুন রাস্তা, কত শত অলি-গলি।
সব বদলে যাবে জানতাম, তাই বলে এত!
এইতো সেদিনের কথা
কত নিরিবিলি ছিল এই খান টা,
আজ লোকে লোকারণ্য, কি সরব চারিদিক।
এই জায়গা টা নির্জন বলেই ভালো লাগত খুব
আজ কোথায় গেল সব? কী পরিবর্তন!
আচ্ছা কাছের মানুষ গুলিও কি বদলে গেছে?
কেমন আছে আমার প্রিয়তমা?
কত কাছের, কত আপন, আমার সেই জন।
যার অঙ্গীকার ছিল সারা জীবন কাছে থাকার
আজ বিশ বছর পর আবার দেখা হবে তার সাথে,
সেই প্রথম দেখার মত হয়ত হৃদয়ে থাকবে কাঁপন!
আচ্ছা সে কি এখনও আছে আমার?
নাকি পৃথিবীর নিষ্ঠুর প্রয়োজন
তাকে নিয়ে গেছে বহু দূরে?
এসব ভাবতে ভাবতেই হঠাৎ তার সামনে আমি
হল না কোন কথাই, শুধু এক পলকের দেখা!
তার বিনীত চোখ দু'টি সব বলে দিল আমায়।
পিছনে তাকাই নি আর চলে গেছি অনন্তের দিকে,
জীবনের সব রঙ ফিকে হয়েছিল আগেই
আজ যেন নতুন করে নিঃশেষ হওয়া।
জীবনের পথ এখনও বাকি
হয়ত বাঁচতে হবে স্মৃতি হাতড়ে,
খুব নিঃসঙ্গ, খুব একা, খুব অসহায় হয়ে
তবু কাটবে জীবন, যেমন কেটেছে বিশ টি বছর।