কিংকর্তব্যবিমূঢ় হয়ে থাকবি কতকাল
ডানপিটে হ একটু আজ না-হয় কাল
মাতাল নৃত্যের তালে পা মেলা
দেখবি তোর পাশে আছে মহাকাল।
ঝান্ডা গাঢ় তারুণ্যের
হাঁট যৌবণের পথে
একটু ডানপিটে না হলে কি
দেখা পাবি তুই রথে।
তুই-তো সব তোর মাঝেই পৃথিবী
তোর মাঝেই আছে তাঁর ছবি
তোর মাঝেই বাস করে সে
তুই তাঁর প্রতিচ্ছবি।
থাকিস না আর বসে
আজই পা বাড়া নইলে রে তুই
যাবি সেই মহাকালেই ভেসে।