হে নবীন এগিয়ে যাও
গর্জে ওঠ তোমার শৌর্যে
আলোর পথে পা বাড়াও
চলে যাও সবার শীর্ষে।
তোমার ভেতর আছে উদ্যম
আছে পাহারের ন্যায় বল
অরুণ পথের নবীন নাবিক
চলরে চলরে চল।
তোমায় রুখবে কে?
যে আসবে বাঁধা দিতে
ধ্বংস হবে সে।
তোমার ভেতর আছেরে সব
তোমার ভেতর স্বর্গ-নরক
তুমি কেন পিছু হঠবে
অন্যকিছুর ভয়ে
দুর্বার পথের তরুণ নাবিক
যাও এগিয়ে।