সেদিন তোমাকে দেখেই কথা বলতে চাইল
আমার মন
বলতে চেয়েছিলাম অনেক কিছু
অবশ্য ত্রিশ বছর আগেও কতবারই
না বলতে গিয়েছি
এক অজানা ভয়
সেই ত্রিশ বছর আগের অজানা ভয়
সেই অজানা ভয়ই আবারও কিছু
বলতে দিলনা।
তোমার কোলে একটা সদ্য জন্ম নেয়া শিশু
তোমার কোল আকড়ে ধরে আছে
আর আকড়ে ধরবেনা কেন?
দাদীর ভালবাসা বলে কথা !
হঠাৎ তাকালে আমার দিকে
ত্রিশ বছর আগের সেই আবেগ নিয়ে
সহস্র বছর কেটে গেল তবু চোখের পলক
পড়ল না
আমার প্রতি ভালবাসা এতটুকুও
কমেনি জেনে মন প্রফুল্ল হয়ে গেল
ভালবাসা পূর্ণ যৌবন ফিরে পেল।
সহস্র+ত্রিশবছর আগের সেই তুমি আর
আজকের তুমি
দুটোই এখনও সদ্যযৌবণা নারীর মতই
আর তা, মনের দিক থেকে হলেই ক্ষতি কি?
কারণ, তুমি তো শুধু আমারি।।।