অন্ধকারের ও এক আলাদা গন্ধ আছে,
অন্যরকম এক জংলী বুনো ঘ্রাণ,
আমার এ অভাবী হৃদয়ে সবুজের দুর্নিবার টান!


এলোমেলো পাহাড়ী বাঁকে মায়াবী চতুর্দশী রাত,
জীবন সায়াহ্নে এরাই স্মৃতি,
দৃপ্ত শিরে অভিবাদন জানায় নিরহংকারী গিরিরাজ!


এলোপাথাড়ি রাস্তা বেয়ে এগিয়ে চলা লাস্যময়ী নারী,
নিত্য লড়াইয়ে ক্লান্তির চিহ্ন স্পষ্ট,
দৃশ্যপট পালটে যায়, পটভূমি-রা নির্দিষ্ট !