এমন একটা সকাল সেই কবে থেকে খুঁজছি!
পূব দিকে রঙের খেলা শুরু হবে আকাশ আলো করে,
আর ভৈরবী রাগ ছাড়িয়ে যাবে দিগন্তের সীমানা।
মাঝি হালকা হাতে বৈঠা তুলবে, নাও বাইবে উজানে!


খুব যে আস্তিক সেরকম টা বোধ করি না!
প্রভাতের শঙ্খ ও ঘন্টা ধ্বনি নিয়ে যায় এক আদিম যুগে।
পুরাতন প্রস্তরের ওপার থেকে কেউ ইশারায় ডাক দেয়,
আছি বসে অনন্ত অপেক্ষায়, দিন বদলে যায়!


প্রকৃতির রূপে এক অদ্ভুত নেশা আসে!
বহুরূপী রঙ যখন মায়ায় ভরিয়ে দেয় স্তব্ধ চরাচর,
নিজেকে খুঁজে পেতে যাই এগিয়ে অজানা ঠিকানায়।
হঠাত্‍ সীমারেখা এঁকে ওঠে আকাশ জুড়ে ছায়াপথ!


স্বপ্নবিলাসী মনের প্রজাপতিরা উড়ছে!
ব্যস্ততার মোড়কে প্রত্যাশিত সকাল ঢাকা পরে যায়।
চেনা চোখের জটিল দৃষ্টি আবছা হয় সরলরেখায়,
বেহিসেবী আনমনা মন হেঁটে যায় নিরুদ্দেশের পথে!


২৮শে' আগস্ট, ২০২২