ছোটোবেলা । সেই সময়েই আজও বাঁচি।
সূর্যাস্ত। ম্রিয়মাণ আলোতেই রঙিন আমিও।
ক্যালেন্ডার বাতিল। তবু সে রাজি।
থাকতে চায় পাশে। জানি থাকবেও।


টেবিলে খোলা ভূগোল বই। জটিল স্ট্রাটোস্ফিয়ার।
মেঘ জমে না এখানে। মেঘলা মন যদিও।
টিফিনবেলায় হয়নি খেলা। সময়ের অবসর।
বন্ধুদের সাথে আড্ডা। বনকুল-আচারে মাতিও।


গেট খোলার শব্দ। ওই বুঝি বাবা এলো!
উনুনে আঁচ। বাতাসে রুটি সেঁকার গন্ধ।
রোজনামচা। নাগাড়ে বকবক এলোমেলো।
লোডশেডিং ভাল্লাগে না। টিভি দেখা বন্ধ।


সময় শেষ আপাতত। স্মৃতির দুয়ারে চাবি।
বৃষ্টি এলো বলে। ছাদের জামাকাপড় তুলি।
অভিমানী মন। মানতে চায়না কোনো দাবি।
চরৈবেতি। এগোতেই হবে সবকিছু ভুলি॥


১৭ই জানুয়ারি'২০২১
রবিবার