ধরে নিলাম এটা একান্ত ব্যক্তিগত,
ব্যথাহীন কোনো শুকনো এক ক্ষত!
হৃদয়ের কিছু নিষ্ঠুর ভাবাবেগ,
বইছে অশ্রু ক্রমাগত অবিরত।


ভালবাসা দের ব্যথা বয়ে যাওয়া কাজ,
যাচ্ছে বদলে দিন - প্রতিদিন; কাল ও আজ!
আদিম কাল হতে ঝরে পড়া ঝর্ণাধারা,
প্রকৃতি নারীর আদি অকৃত্তিম সাজ!


আবছায়া হয়ে আসা স্মৃতির মলিন পাতা,
ছেঁড়া মলাটে ভুলে যাওয়া গানের খাতা,
নতজানু মন আজও তোমার রুদ্ধ দ্বারে,
নেই গান, নেই সুর আর আমাদের প্রিয় কবিতা- রা!